রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

প্রিয় পাঠক বিন্দু আপনারা অনেকেই রাইস কুকার প্রাইস জানতে চেয়েছেন। বর্তমানে দিন দিন রাইস কুকারের চাহিদা খুবই বেড়ে চলেছে কেননা এখন গ্যাসের বিলও অনেক বেড়ে গেছে। ফলে আমাদের দেশের বেশি মহিলা মানুষ তাই এখন রাইস কুকারের রান্নাবান্না কাজ সেরে। নিচ্ছেন বিশেষ করে যারা শহরে থাকেন ভাড়া বাড়িতে তাদের দিন দিন খরচ বেড়ে চলেছে কেননা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েছে।

এতে করে পরিবারের সকল খাবারের চাহিদা মেটাতে গিয়ে গ্যাসের টাকার ঘাটতি পড়ে যায় ফলে বেশিরভাগ মানুষেরাই রাইস কুকার ব্যবহার করে থাকেন। তাই আজকে আমি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আর্টিকেলটির মাধ্যমে। আপনি যদি সঠিক রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ জানতে চান তাহলে অবশ্যই এই লেখাটি মনোযোগ দিয়ে একবার পড়ুন।

রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের রাইস কুকার পাওয়া যায়। তাই অনেকেই আমরা নতুন হিসেবে বুঝতে পারি না যে কোন রাইস কুকারে আমাদের জন্য ভালো হবে এবং কোন রাইস কুকারে প্রাইস কেমন। আপনি যদি এ সকল বিষয় অবগত না থাকেন কিংবা একদমই না জানা হন তাহলে অবশ্যই এই লেখাটি পড়ে নিন।

তাহলে আপনি সবকিছু বিস্তারিত জানতে পেরে যাবেন আজকে। আজকে আমি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সঠিক তথ্য গুলো তুলে ধরব। রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এর বেশ কিছু জনপ্রিয় রাইস কুকার হচ্ছে প্যাসনিক যার এক লিটারের প্রাইস হবে ৪০০০ হাজার টাকা। চলুন ধীরে ধীরে আরো বিস্তারিত সকল তথ্যগুলো তুলে ধরি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ নিয়ে।

রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

আপনি হয়তো google এ রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ লিখে সার্চ করলে অসংখ্য রাইস কুকারের ছবি এবং প্রাইস জানতে পারবেন। কিন্তু কোনটিতে সঠিক এবং কোনটি যে বেঠিক তার কোন ঠিক ঠিকানা নেই। তবে আজকে আমি আপনাকে রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ একদম সঠিক তথ্যটি বলে দিব।

রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ
রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

তাই অবশ্যই আজকে আমার এই আর্টিকেলটি আপনি মনোযোগ দিয়ে পড়ুন। আমার আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি ভীষণ রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও ভীষণের বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন লিটারের রাইস কুকার রয়েছে সে সকল রাইস কুকার গুলোর আলাদা আলাদা ভাবে প্রাইস গুলো সঠিকভাবে জানতে পারবেন।

আরো পড়ুনঃ ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪

আরো জানতে পারবেন কিয়াম রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সঠিক তথ্য টি। আরো জানতে পারবেন সবচেয়ে জনপ্রিয় ওয়ালটন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এবং ওয়ালটন ব্যান্ডের প্রায় সকল প্রাইস কুকার আলাদা আলাদা প্রাইস গুলো।

বিশেষ করে ওয়ালটনের ১ লিটার এবং এক ১.৮ লিটার এ ধরনের রাইস কুকার গুলো বাংলাদেশে চাহিদা খুব বেড়ে চলেছে। এবং এগুলো কেন বেড়ে চলেছে এবং এগুলো প্রাইস কেমন হয় সেই সম্পর্কে খুঁটিনাটি তথ্য এখন আপনাকে জানাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৪।

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

ভিশন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ জানার আগে অবশ্যই জেনে নেব ভীষণের রাইস কুকার আসলে কেমন হবে। অবশ্যই ভীষণের রাইস কুকার খুবই ভালো মানের একটি রাইস কুকার এবং এর চাহিদা সীমিত কেননা এর দাম বেশি। তবে বাজারে সবচেয়ে ভালো রাইস কুকারের মধ্যে ভিশন রাইস কুকার একটি। ভিষণ রাইস কুকার প্রাইস বেশি হলেও এর সার্ভিস খুবই ভালো হয়ে থাকে।

ভিশনের বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির রাইস কুকার বাজারে পাওয়া যায়। তবে সবচেয়ে জনপ্রিয় হলো ১ ৮ এবং ২ ৮ রাইস কুকার গুলো। পাশাপাশি ৩ লিটারেরও চাহিদা রয়েছে। ভিশনের এক পয়েন্ট আট রাইস কুকার টি খুবই জনপ্রিয় হওয়ার কারণ এর দাম কিছু তাহলে কম। আর আমরা জানি যে বাংলাদেশে বেশি ভাব ছোট ছোট ফ্যামিলি গুলো বাহিরে থাকে আর বাহিরে থাকার জন্য এই ধরনের রাইস কুকারী বেস্ট। তাহলে চলুন এখন আমরা জেনে নিব ১ ৮ প্রাইস ইন বাংলাদেশ এবং ২ ৮ প্রাইস ইন বাংলাদেশ সেইসাথে ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ।

ভিশন রাইস কুকার ১ ৮ প্রাইস ইন বাংলাদেশ

ভিশন রাইস কুকার ১ ৮ প্রাইস ইন বাংলাদেশ বর্তমানে এর প্রাইস মাত্র ২৬৫০ টাকা। তবে মাঝেমধ্যে বাজার দাম কমবেশি হওয়ার কারণে এর দাম কম এবং বেশি হয়ে থাকে। ভীষণের শোরুম যেহেতু প্রতিটি থানা পর্যায়ে রয়েছে তাই আপনি খুব সহজেই আপনার থানা পর্যায়ে যে কোন ভীষণ শোরুমে রাইস কুকারটি পেয়ে যাবেন আপনার আকর্ষণীয় দামে এবং খুবই ভালো সার্ভিস পাবেন এর রাইস কুকারটি নিয়ে।

ভিশন রাইস কুকার ২ ৮ প্রাইস ইন বাংলাদেশ

এখন আমরা জানবো ভিশন রাইস কুকার ২ ৮ প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। ভিশন রাইস কুকার ২ ৮ এর প্রাইস বর্তমানে ৩২৮০ টাকা। যাদের ফ্যামিলি একটু বড় তারা এই ধরনের রাইস কুকার নিতে পারেন। ২.৮  লিটারের রাইস কুকার টির নিলে অবশ্যই আপনি জিতবেন। এটার দাম অনুযায়ী এটা সার্ভিস খুবই ভালো এবং এক বছরের ওয়ারেন্টি সহ আপনি পেয়ে যাবেন মাত্র ৩২৮০ টাকায়। আশা করি আপনি এখন ভিশন রাইস কুকার ২ ৮ প্রাইস ইন বাংলাদেশ জেনে গেছেন সঠিক তথ্যটি।

ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ

ভিশন রাইস কুকার ৩ লিটার কম থাকলেও এরা রাইস কুকারটিও ভালো সার্ভিস দিয়ে থাকে ভিশন রাইস কুকার ৩ লিটার প্রাইস ইন বাংলাদেশ সঠিক প্রাইস হল ৩৩০০ থেকে ৩৩৫০ টাকা যা ভিষণ রাইস কুকারের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যদিও তুলনামূলকভাবে এই রাইস কুকার টি খুবই ভালো।

আরো পড়ুনঃ চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

এবং দামের দিক দিয়ে একটু বেশি হলেও ১.৮ লিটারে রাইস কুকারের দামের তুলনায় এর রাইস কুকার টি নেওয়া আরো বেশি ভালো বুদ্ধিমানের কাজ। মিশনের সকল রাইস কুকারেরই ভালো সার্ভিস পাবেন ছোট বড় সকল রাইস কুকার কিন্তু একই কোয়ালিটির হয়ে থাকে শুধু ছোট এবং বড় এতোটুকুই পার্থক্য। তিন লিটারের রাইস কুকারটির দাম বেশি হলেও দামের দিক দিয়ে এ রাইস কুকারটি সাশ্রয়ী খুব। সেটা আপনি উপরের প্রাইস গুলো দেখলে বুঝতে পারবেন।

কিয়াম রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

এখন আমরা জানবো কিয়াম রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই কে কিয়াম রাইস কুকার প্রাইস জানতে চেয়েছেন। কিয়াম রাইস কুকার প্রাইস ইন ইন বাংলাদেশ বলার আগে বলে দেই যে কিয়ামেরু বিভিন্ন রকমের কিন্তু রাইস কুকার রয়েছে।

তাই এর ছোট বড় কোয়ালিটি ভেদে প্রাইস রয়েছে বিভিন্ন রকম। ৫০২ মডেল কিয়ামের ১.৮ লিটার রাইস কুকারের প্রাইস মাত্র ২০২০ টাকা। কিয়াম রাইস কুকার ৫০৪ ২.৮ লিটারের প্রাইস ২৩৫০ টাকা। কিয়াম রাইস কুকার ৮৮০২ ১.৮ লিটার প্রাইস ২৫৪০টাকা। এছাড়াও কি আম রাইস কুকার ৮৭০২ ১.৮ লিটার প্রাইস ৩১৫০ টাকা।

যা খুবই সীমিত বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। আপনি চাইলেই কিয়াম রাইস কুকার যে কোন একটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ফলাফল নিজে পেয়ে যাবেন। আশা করি এখন আপনি আপাতত কিয়াম রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সঠিক তথ্যটি জানতে পেরে গেছেন।

মিয়াকো রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

মিয়াকো রাইস কুকার টির নাম অনেকেই জানেন না কিন্তু এই রাইস কুকারটিও দামে মানে ও দেখতে খুবই ভালো মানের একটি রাইস কুকার। যাক মানুষের শুধুমাত্র ভিশন ওয়ালটন এ ধরনের রাইস কুকার গুলোর নামই মনে রাখে বা মুখে মুখে ছড়িয়েছে তাই জানি।

তাহলে চলুন এখন মিয়াকো রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সঠিক তথ্যটি আপনাকে জানিয়ে দিই। প্রথমে আপনাকে বলে নি যে মিয়াকো রাইস কুকার গুলোর ডিজাইন কিন্তু খুবই ভালো এবং সুন্দর আকর্ষণীয়। তাই এরা যে কেউ দেখলে প্রথম দেখাতে পছন্দ করে ফেলবেন।

আরো পড়ুনঃ কিস্তিতে রানার মোটরসাইকেল দাম ২০২৪

তবে এর দাম একটু বেশি হয়ে থাকে। যাদের বাজেট একেবারে কম তারা এই ধরণের মিয়াকো রাইস কুকারের দিকে না তাকানো অনেক ভালো এবং এর দাম না জানাই ভালো। কেননা এর দাম অন্যান্য রাইস কুকারের চেয়ে একটু বেশি। মিয়াকো রাইস কুকার প্রাইস ৪৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তাহলে চলুন এখন বিভিন্ন কোয়ালিটির রাইস কুকার গুলো বিভিন্ন রকম দাম গুলো জেনে নিন :

  1. মিয়াকো রাইস কুকার ASL 1280 মডেল প্রাইস ৪০০০ টাকা
  2. মিয়াকো রাইস কুকার ৩ লিটার ASL 300 মডেল প্রাইস ৪২০০ টাকা
  3. মিয়াকো রাইস কুকার ASL 3P 300 মডেল প্রাইস ৫০০০ টাকা
  4. মিয়াকো রাইস কুকার ২.৮ লিটার MRC 928 মডেল প্রাইস ৪৫০০ টাকা
  5. মিয়াকো রাইস কুকার ১.৮ লিটার MCM ৫০৮ মডেল প্রাইস ৫০০০ টাকা

এছাড়াও আরও মিয়াকো রাইস কুকার অনেক রয়েছে এবং তাদের প্রাইসও রয়েছে ভিন্ন ভিন্ন। আপনি যদি আরো মিয়াকো রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পোস্টটির নিচে আমি আপনাকে আপডেট প্রাইস কি বলে দেব।

ওয়ালটন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ

আমাদের প্রায় সকলের প্রতি পরিচিত রাইস কুকার হলো ওয়ালটন রাইস কুকার। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামাঞ্চলেই এই ওয়ালটন রাইস কুকার পাওয়া যাবে। ওয়ালটন রাইস কুকার ওয়ালটনের শোরুম ব্যতীত বিভিন্ন ছোটখাট দোকানগুলোতেও পাওয়া যায়। তাই এর জনপ্রিয়তা নিয়ে আর নাইবা বললাম চলুন এখন ওয়াল পেপার প্রাইস ইন বাংলাদেশ সঠিক তথ্যটি জেনে নিন।

এখন আমি শুধুমাত্র ওয়ালটন রাইস কুকারের সবচেয়ে জনপ্রিয় দুইটি কোয়ালিটির প্রাইস বলে দেব। একটি হল ১.৮ লিটার ওয়ালটন রাইস কুকারের প্রাইস এবং আরেকটি হচ্ছে ২.৮ লিটার ওয়ালটন রাইস কুকার প্রাইস। তাহলে চলুন এখন আমরা নিচে থেকে ওয়ালটন রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ সঠিক নামটি জেনে নিই।

ওয়ালটন রাইস কুকার ১ ৮ প্রাইস ইন বাংলাদেশ

ওয়ালটন রাইস কুকার ১ ৮ প্রাইস ইন বাংলাদেশ এর সঠিক প্রাইস হল ২৮৯০ টাকা তবে এটি মাঝেমধ্যে আপনি অফার পাই যে পাবেন মাত্র ২৫৭০ টাকায়। এই রাইস কুকারটির ডাবলুআরসি সিএসএস ১৮০ মডেল ১.৮ লিটার হয়ে থাকে। এর ধারণক্ষমতা পায় ৭০০ ওয়াটের মত রয়েছে দুটি ইনার পোর্ট। এটি আপনার অল্প বাজেটের মধ্যে ভালো মানের একটি রাইস কুকার। এবং এটি খুব বাংলাদেশের জনপ্রিয় একটি রাইস কুকার বলা যায়।

ওয়ালটন রাইস কুকার ২.৮ প্রাইস ইন বাংলাদেশ

এখন আমরা জানবো আরো একটি জনপ্রিয় ওয়ালটন রাইস কুকার ২.৮ প্রাইস ইন বাংলাদেশ এর সঠিক দাম। ওয়ালটন রাইস কুকার 2.8 এর প্রাইস মাত্র ৩৬৭০ টাকা কোথাও ৩৬৯০ টাকা হয়ে থাকে। তবে ওয়ালটন রাইস কুকার ২.৮ এর ৩টি কালারের রাইস কুকার পাওয়া যায়।

বেগুনি, নীল এবং লাল কালার। আপনি আপনার পছন্দমত যেকোনো একটি নিতে পারেন ভিন্ন হয় না সকল কালারের রাইস কুকার প্রাইস একই রকম। তবে যার যেটা দেখতে ভালো লাগে তাই সেটা নেই। ছাড়া ওয়ালটন রাইস কুকার ৩ লিটারের প্রাইস ৫১৯০ টাকা।

২.২ লিটার রাইস কুকার প্রাইস ৩৪৫০ টাকা। এছাড়াও রয়েছে ওয়ালটনের আকর্ষণীয় ছোট রাইস কুকার যার একটু দাম বেশি ১.২ লিটার রাইস কুকারের দাম ৩১৯০ টাকা। এছাড়াও ওয়ালটনের একটি সবচেয়ে কম দামি রাইস কুকার রয়েছে ১.৮ লিটারের যার দাম মাত্র ২০০০ টাকা।

তাহলে আশা করি প্রিয় পাঠলে আপনি এখন ওয়ালটন রাইস কুকার সহ রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এর প্রায় সকল জনপ্রিয় রাইস কুকারের দাম গুলো এই আর্টিকেলটির মাধ্যমে সঠিকভাবে জানতে পেরেছেন। আপনার যদি এই লেখাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে লেখাটি শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় পাঠক বিন্দু ভালো থাকবেন।

Assalamu Alaikum! Hello world, I am Md. Hafijul Islam (mhihafijul). I am a Bangladeshi SEO expert. And I have been writing high quality Bengali content for a long time. I can write very nice SEO friendly articles. Along with that we do onpage seo, offpage seo and technical seo in proper guidelines. For which every article I write ranks on Google's fast page.

Sharing Is Caring:

Leave a Comment

error: Content is protected !!